
আপন মানুষ চিনলিনারে
ঘুরলি সদায়
মনের মানুষ চেনা দায়।।
ঘুরলি ভেতর বাহির
খুঁজলি মসজিদ মন্দির
করলিনা বিদ্যা জাহির
নিজ ইচ্ছায়।।
যে মানুষ মনের ভেতর
নিলিনা তার খবর
নীল বলে কেদে মরলি
হায়রে অন্তরায় ।।
মানুষে মানুষ ভজ
তাতে ঈশ্বরকে খোঁজ
নিজেকে না জানিলে
হবেনা উপায়।।
নাদিরা ইসলাম
প্রভাষক, সংগীত বিভা, চ.বি. ।