Weathering with You মুভি রিভিউ

371

যারা ‘Your Name, Spirited Away, Grave of the Fireflies’ দেখেছেন তারাই ভাল জানে জাপানিজ এনিমে কেমন।

কাহিনীঃ Hodaka বাড়ি ছেলে টোকিওতে পালিয়ে আসে। তার স্বল্প অর্থ সম্বলে টোকিওতে টিকে থাকা দিন দিন কষ্টকর হয়ে ওঠে। এমন সময় টোকিওতে আবহাওয়ার অবস্থা করুন। অবিরাম বৃষ্টি পড়ছে। এমন একদিন Hodaka-র সাথে পরিচয় হয় Hina নামের এক মেয়ের।
বাকি টুকু জানতে দেখতে হবে মুভিটি।

বলতে গেলে ‘Your Name, Grave of the Fireflies’ এর মতো মাস্টারপিস হয়তো নয়, তবে নিঃসন্দেহে অসাধারণ একটা মুভি।