Punjab 1984(2014)পাঞ্জাব ইন্ডাস্ট্রির মাস্টারপিস

278

প্রথমে আমি ভেবেছিলাম সাধারণ ড্রামা মুভি…কিন্তু মুভিটা যে এত ভায়োলেন্ট,এতটা ডার্ক,কাহিনিটা এতটা গভীর হবে আশাও করিনি

মুভিতে প্রতিশোধ,বিশ্বাসঘাতকতা,মাতৃভূমির প্রতি ভালোবাসা,পুলিশের নির্মমতা—সবকিছু দারুণভাবে দেখিয়েছেন ডিরেক্টর অনুরাগ সিং

অভিনয়ের কথা বললে দিলজিত দোশান্তের মায়ের রোলে দুর্দান্ত অভিনয় করেছেন কির‍ণ খের..ভিলেন রোলে পবন মালহোত্রা অসাধারণ করেছেন…দিলজিত দোশান্ত ও ভালো করেছে অনেক

মুভিতে দেখানো হয়েছে কিভাবে নিরপরাধ মানুষকে পুলিশ গ্রেফতার করে এবং প্রমোশনের স্বার্থে ইনকাউন্টার করে…এছাড়াও দেখানো হয়েছে জঙ্গিরা কিভাবে ভালো মানুষদের সন্ত্রাসী হতে বাধ্য করে…

এছাড়াও একজন মায়ের সন্তানের জন্য হাহাকার দেখানো হয়েছে….

এন্ডিংটা অনেক ইমোশনাল…অনেক ইমোশনাল জিনিস দেখানো হয়েছে এন্ডিংয়ে

পুরো মুভিটায় ও ইমোশন ভরপুর ছিল..

অনেক ডার্ক একটা মুভি….মুভিতে প্রচুর ভায়োলেন্স রয়েছে,অনেক খুন করার দৃশ্য রয়েছে….

আমার কাছে অসাধারণ লেগেছে সবকিছু…বিশেষ করে কিরণ খেরের অভিনয় টা…জাস্ট অসাধারণ🔥🔥🔥

পাঞ্জাবে খুব বেশি মাস্টারপিস লেভেলের মুভি তৈরি হয়না…আর যেগুলা হয় সেগুলার মধ্যে এটা একটা

Undoubtedly,A Must Watch

সকল মুভি লাভারদের জন্য এটা একটা মাস্টওয়াচ মুভি

পার্সোনাল রেটিংঃ১০/১০