শারাফাত করিম আয়না

292

শারাফাত করিম আয়না ওরফে ‘আয়না’ একজন অভিনেতা । যার একটা অভিনয় স্কুল আছে । সে মাঝে মাঝেই কয়েক মাসের জন্য বাসায় থাকে না । সে বলে সে একজন কুক,জাহাজে যায় তাই তার এতোদিন বাইরে থাকা লাগে । সত্যিই কি তাই ? একজন সাংবাদিকের সন্দেহ হয় আয়নার ওপর । তারপর শুরু হয় লুকোচুরি খেলা ।#আলোচনা_সমালোচনা
_ডিকেরশনে অমিতাভ রেজা দশে দশ । ক্যারেকটার চুজিং পারফেক্ট ছিল । লোকেশন ছিল মানানসই ।
_কিছু তুখোড় স্টুডেন্ট থাকে যাদের একশ তে একশ দিয়েও মন ভরে না আরো দশ বাড়িয়ে দিতে হয় । চঞ্চল চৌধুরি তেমনই একজন । একশ তে একশ দশ । বাকি সবাই ভাল অভিনয় করেছে ।
_এই মুভির সমালোচনা করার যোগ্যতা আমার নেই । তবে কয়েকটা জায়গায় অতিরিক্ত স্লো মনে হয়েছে । একটা আমার ব্যক্তিগত মতামত ।যারা ক্রাইম-থ্রীলার প্রেমী তারা দেখে নিতে পারেন । আর যারা ভাল বাংলা মুভি দেখতে চান তাদের জন্য মাষ্টওয়াচ ।

আমার কাছে এটা একটা পিওর মাষ্টারপিস ।